নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাসুমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী শ্যালোইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় মারা গেছে। মাহমুদপুর ইউনিয়নের সালমী এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুমা আক্তার মাহমুদপুর ইউনিয়নের সালমী এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে গহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলমগীর দ্য রিপোর্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এসবি/এসআই/জানুয়ারি ০২, ২০১৪)