বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৯ মিয়ানমার নাগরিককে আটক করে সে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

জেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ৪৪ নাম্বার সীমান্ত পিলার দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন বিজিবি ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ হাসান।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/এসআই/জানুয়ারি ০২, ২০১৪)