সিরাজগঞ্জে জামায়াত নেতা আটক
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রধানকে (৪২) আটক করেছে পুলিশ।
উল্লাপাড়া পৌর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বোস্তানপাড়া মহল্লার ফজলার রহমানের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা আটকের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করে জানান, আটক রফিকুলের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে থানায়।
(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এসবি/এসআই/জানুয়ারি ০২, ২০১৪)