অ্যারিয়েল শ্যারন গুরুতর অসুস্থ
দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন গুরুতর অসুস্থ বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।
২০০৬ সাল থেকে কোমায় আছেন ৮৫ বছর বয়সী শ্যারন। তবে সম্প্রতি তার অবস্থার অবনতি হয়েছে। তার জীবনের ঝুঁকিও রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিডনিসহ কয়েকটি অঙ্গপ্রতঙ্গ কাজ করছে না বলে তারা জানিয়েছেন।
২০০৫ সালে মাইল্ড স্ট্রোক হয় শ্যারনের। পরে ২০০৬ সালে মেজর স্ট্রোক হয় তার। এরপর থেকেই কোমায় আছেন তিনি। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/জানুয়ারি ০২, ২০১৪)