পাবনা সংবাদদাতা : পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানা এলাকায় বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।এর মধ্যে সদর উপজেলায় ৯ জন ও আতাইকুলা থানা এলাকায় ৯ জনকে আটক করা হয়।

উপজেলার পুষ্পপাড়া, বাঙ্গবাড়িয়া, মধুপুর, ধোপাঘাটাসহ আতাইকুলা থানার বিভিন্ন গ্রামে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৃথক অভিযান চালায় যৌথবাহিনী।

পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ দ্য রিপোর্টকে জানান, অবরোধে নাশকতার আশঙ্কায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসবি/জানুয়ারি ০২, ২০১৪)