আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক, দ্য রিপোর্ট
সঠিক সংবাদের পাশাপাশি ওয়েব টিভিও থাকবে
ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতায় গড়া মজবুত সাফল্যের গাঁথুনি এগিয়ে যাওয়ার স্বপ্নকে গতিময়তা দিয়েছে; বন্ধুর পথ আরও মসৃণ করেছে। গণমাধ্যম কর্মজীবনের মহাত্ম উপলব্ধি করার সুযোগ এনে দিয়েছে। আঁকাবাঁকা পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা চিত্তের ধৈর্য বাড়িয়েছে। তাড়না বাড়িয়েছে দেশ ও মানুষের সেবায় ব্রতী হওয়ার।
সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা আরামদায়ক বিষয় ছিল না। তবে চূড়ায় পৌঁছানোর স্বপ্ন ধীর পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওঠা শিখিয়েছে। ইতোপূর্বে কয়েকটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার পর দ্য রিপোর্টের বৃহৎ পরিসরে নিজেকে মেলে ধরার আগে ধৈর্য আর একাগ্রতার পরীক্ষা দিতে হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতাগুলোকে সামনে এগিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে প্রস্তুত করতে পারা জীবনের মূল্যবান প্রাপ্তি। প্রতিটি ব্যর্থতা সামনে যাওয়ার প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
সৃষ্টিশীলতার মাঝে নিজেকে আবিষ্কার জীবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। অন্য অনেক পেশায় জীবন কতটুকু গতিময়তা পেত তা ভাবার সময় হয়নি। বরং সৃষ্টিশীল পেশার সঙ্গে নিজেকে জড়াতে পেরে প্রতি পলকে যতটুকু পুলকিত বোধ করেছি; তাতে নতুন পথের প্রতি আকর্ষণ হারিয়েছি।
দ্য রিপোর্টের শুভ সূচনার আগে দীর্ঘ প্রতীক্ষার প্রহর অতিবাহিত করেছি। বাস্তব প্রেক্ষাপট, অর্থনৈতিক মাপকাঠি নির্ণয়, এগিয়ে যাওয়ার পথে সঙ্গী নির্বাচন ইত্যাদি প্রয়োজনীয় বিষয় নিয়ে নানা সংশয়ে কাটিয়েছি অনেক সময়। ‘রাত ভোর হবে- এই প্রত্যাশা একবিন্দুও পিছপা করেনি বৃহৎ পরিসরে নিজেকে মেলে ধরার আকাঙ্ক্ষায়।
আজ যতদূর এসেছি কিংবা আগামীতে আর কতদূর যেতে পারব তা দেখতে পাব আপনাদের চোখের আয়নায়। এতদিন যারা আমাকে সঙ্গ দিয়েছেন, বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞা।
প্রায় দু’মাস পরীক্ষামূলক সংস্করণে থাকার পর দ্য রিপোর্ট আজ থেকে উন্মুক্ত হচ্ছে। দেশে অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের ভিড়ে পাঠকপ্রিয়তার সংখ্যা অতি নগণ্য তা বলার অপেক্ষা রাখে না। তাই নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে দ্য রিপোর্টের শুভযাত্রা আপনাদের ভালোবাসায় আরও মহীয়ান হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাদের যে প্রতিশ্রুতি তার মানদণ্ডও আপনারা। দ্য রিপোর্টের অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা সব সময় কাম্য।
দেশের অনলাইন নিউজ পোর্টালের সঠিক সংখ্যা নির্ণয় করা দুরূহ হলেও মানসম্পন্ন হাতেগোনা গুটিকয়েক প্রতিষ্ঠান রয়েছে। অন্যান্য নিউজ পোর্টালের মতো নিউজ ও সঠিক সংবাদ প্রকাশের পাশাপাশি অনলাইন ওয়েব টিভি কার্যক্রম চালু করছি আমরা। আমাদের ওয়েব পোর্টালে টেলিভিশনের মতো সকল সংবাদ অডিও, ভিডিও উপস্থাপনায় প্রচার করা হবে। একসঙ্গে লিখিত সংবাদ ও ভিডিও সংবাদ দেশের অনলাইন মিডিয়ায় নতুন সংযোজন। সবার আগে সঠিক ও নির্ভুল সংবাদ পাঠকের দোরগোড়ায় পৌঁছানোর এ প্রচেষ্টায় আপনাদের সাহচর্য আমাদের অনুপ্রেরণা যোগাবে।