চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন
ভিন্ন আঙ্গিকে পুঁজিবাজার সমৃদ্ধ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে
দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম ৩ জানুয়ারি পরীক্ষামূলক থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে, এটা যেনে আমি খুব গর্বিত।
একটি কথা বলা প্রয়োজন, এ দেশে অনেক অনলাইন পত্রিকা আছে। আশা করি দ্য রিপোর্ট বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে সঠিকভাবে তুলে ধরবে এবং বাইরের দেশের স্টক এক্সচেঞ্জে ইন্টারন্যাশনাল বেস্ট প্রাকটিসগুলো তুলে ধরবে। এ ছাড়া নিজস্ব রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং গড়ে তুলে বাইরের দেশের ক্যাপিটাল মার্কেটের ওপর অ্যানালাইসিস করার চেষ্টা করবে বলে আমি আশা করি। একই সঙ্গে আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কী কী প্রয়োজন, তা বাইরের দেশের ক্যাপিটাল মার্কেট অ্যানালাইসিস করে তুলে ধরার চেষ্টা করবে।
এতে আমাদের পুঁজিবাজার অনেক সমৃদ্ধ হবে এবং দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম অন্যান্য অনলাইন পত্রিকার চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে বাংলাদেশের পুঁজিবাজার সমৃদ্ধ করাতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।