রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া দ্য রিপোর্টকে জানান, অবরোধ চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ককটেলগুলি মজুদ রাখা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে অবস্থিত ভুবনমোহন পার্কে অভিযান চালায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় তারা একটি কাগজের কার্টুনে মোড়ানো ১৪টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমসি/জানুয়ারি ০২, ২০১৪)