সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার
সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলার সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি আবু তালেবকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার পাথরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা আবু তালেব সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
সদর উপজেলার বাইতারা বাজার এলাকায় ২৯ ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগের নেতা সাইফুলকে প্রকাশ্য কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।
(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এমসি/জানুয়ারি ০২, ২০১৪)