কানসাটে ট্রাকে আগুন, অগ্নিদগ্ধ ২
দ্য রিপোর্ট প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাটে পদ্মা সিনেমা হলের সামনে বৃহস্পতিবার রাত আড়াইটায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আহতদের শিবগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঢাকায় নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স চেয়েছে শিবগঞ্জ সাস্থ্য কমপ্লেক্স।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা মেট্টো-ট ১৪-৭৮৪০ ট্রাকটি সোনা মসজিদ থেকে বরই নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো। ট্রাকটি কানসাটে এলে কয়েকজন দুর্বৃত্ত গান পাউডার ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ২ জন অগ্নিদগ্ধ হন এবং ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/এনটি/এমসি/জানুয়ারি ০৩, ২০১৪)