দিনাজপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলায় নিহত ২
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেট্রোলবোমা হামলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক গাইবান্ধার সাদুল্লাপুরে যাচ্ছিল। পথে ট্রাকটি বওনাগ্রাম এলাকা পৌঁছলে ট্রাকে হামলা ও পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে ট্রাকচালক দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও তিন জন আহত হন। রাতেই পুলিশ মৃতদেহ দুটি ও আহতদের উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে হাকিমপুর থানার ওসির সঙ্গে কথা হলে তিনি হামলাকারীদের আটক, ঘটনার সঠিক সময় কিংবা হতাহতদের বিষয়ে কিছুই জানাতে পারেননি।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/এমডি/এএল/জানুয়ারি ০৩, ২০১৪)