চট্টগ্রাম সংবাদদাতা : একতরফা নির্বাচন প্রতিহত করতে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে শনি ও রবিবার কক্সবাজারে হরতাল আহ্বান করেছে ১৮ দলীয় জোট।

চট্টগ্রাম মহানগর বিএনপি বৃহস্পতিবার দুপুর ৩টায় এ হরতাল ঘোষণা করে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজুল্লাহ জানান, একতরফা নির্বাচন প্রতিহত করতে দুই দিনের হরতাল আহ্বান করা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে জেলা ১৮ দলীয় জোটের পক্ষ থেকে কক্সবাজারে হরতালের ঘোষণা দেওয়া হয়।

কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/আরকে/এএল/জানুয়ারি ০৩, ২০১৩)