পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি গ্রেফতার
পাবনা সংবাদদাতা : পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারকে (৭৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের শালগাড়িয়া মহল্লার বাসা থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনীর একটি দল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, অবরোধে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় আব্দুল্লাহ আল মাহমুদ মান্নানকে গ্রেফতার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এসআর/এএস/এএল/জানুয়ারি ৩, ২০১৪)