কুমিল্লায় আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নের সুবর্ণপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লীগ কার্যালয়সহ ৩টি দোকান পুড়ে যায়।
বৃহস্পতিবার রাত আড়াইটায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সুবর্ণপুর বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, রাত তিনটার দিকে বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আওয়ামী লীগ অফিস, চা ও ডেকোরেটর দোকান এবং একটি ওয়ার্কশপ পুড়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান দ্য রিপোর্টকে জানান, কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/জেপি/এপি/এএল/জানুয়ারি ০৩, ২০১৪)