ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঞা উপজেলায় বৃহস্পতিবার রাত ১টার দিকে ৫টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমি, জায়লস্কর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল গার্লস উচ্চবিদ্যালয় কেন্দ্র।

এ ছাড়া আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর প্রাথমিক উচ্চবিদ্যালয়, মাতুভূঞা ইউনিয়নের মাতুভূঞা করিম উল্লাহ উচ্চবিদ্যালয় ও রামনগর ইউনিয়নের বশিরিয়া মাদ্রাসা কেন্দ্র।

দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আনোয়ারুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো পুলিশ পরিদর্শন করেছে। আগুনে প্রতিষ্ঠানগুলোর চেয়ার, টেবিল আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এএল/জানুয়ারি ৩, ২০১৪)