পাবনায় জামায়াত-শিবিরের ১৩ কর্মীর কারাদণ্ড
পাবনা সংবাদদাতা : পাবনা সদর ও আতাইকুলা থানা এলাকায় যৌথবাহিনীর অভিযানে আটক জামায়াত-শিবিরের ১৮ কর্মীর মধ্যে ১৩ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম দ্য রিপোর্টকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান সদর থানায় পাঁচজনকে এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকুল কুমার মৈত্র আতাইকুলা থানায় আটজনকে এ কারাদণ্ডাদেশ দেন। যাচাই-বাছাই শেষে বাকি পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চক লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেন (১৯), শুভ (১৮), বাঙ্গবাড়িয়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬), রন্টু হোসেন (২৫), ধোপাঘাটা গ্রামের তানভীর হোসেন (১৮), আতাইকুলা থানার মধুপুর গ্রামের নূরুল ইসলাম-১ (৩০), আমিরুল ইসলাম (২২), ইব্রাহিম হোসেন (৫০), নূরুল ইসলাম-২ (২০), মাদারগাছী গ্রামের বাবলু হোসেন (২৭), সোনাপুর গ্রামের আলতাফ হোসেন (২০), মফিজুল ইসলাম (১৮) ও একদন্ত গ্রামের আহমেদ শরীফ (৩০)। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা ও আতাইকুলা থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা।
(দ্য রিপোর্ট/এসআর/এএস/এএল/জানুয়ারি ৩, ২০১৪)