পাবনা সংবাদদাতা : পাবনার নির্বাচনী এলাকা-১-এর তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনারের নির্দেশে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই প্রত্যাহার আদেশ দেওয়া হয়।

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ দ্য রিপোর্টকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনারের নির্দেশে পাবনা-১ আসনের নির্বাচনী এলাকার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, এ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ ওই তিন ওসি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দলীয় ক্যাডারের মতো নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তাদের অপসারণ দাবিতে একটি আবেদন করেন।

আবেদনে সাড়া না দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু সাইয়িদ আবারো তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/এএল/জানুয়ারি ৩, ২০১৪)