লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা আব্দুল হক নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে। নিহত আব্দুল হকের মৃতদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে বাংলাদেশি গরু ব্যবসায়ী আব্দুল হক ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭২ ও ৮৭৩-এর মাঝামাঝি গেলে বিএসএফ ও ভারতীয়রা তাকে আটক করে পিটিয়ে হত্যা করে। নিহত আব্দুল হক পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামের মৃত কসর উদ্দীনের ছেলে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, ধবলগুড়ি সীমান্ত রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হওয়ায় তিনি কোনো তথ্য দিতে রাজি না হলেও রংপুর বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে বলেন, এ ব্যাপারে বিএসএফের কাছে জবাব চেয়ে পত্র পাঠানো হবে। বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/টিএইচ/এএস/এএল/জানুয়ারি ৩, ২০১৪)