দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা দিয়েছেন পরবর্তী নির্বাচনে কংগ্রেস জিতলেও তিনি আর প্রধানমন্ত্রী হবেন না।

দল নির্বাচনে জিতলে নতুন প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব অর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি। ১০ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মনমোহন সিং।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মনমোহন সিং এসব কথা জানান। যদিও মনমোহন সিংয়ের সংবাদ সম্মেলন করার নজির খুব বেশি নেই। প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করলেও এ নিয়ে মাত্র তিনবার সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে মনমোহন অর্থনীতি, মুদ্রাস্ফীতি ও দুর্নীতি নিয়েও কথা বলেছেন। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ জানুয়ারি ০৩, ২০১৪)