লু রিড আর নেই
দিরিপোর্ট২৪ ডেস্ক : গায়ক, কবি ও রক ব্যান্ড ভেলভেট আন্ডারগ্রাউন্ডের সাবেক সদস্য লু রিড আর নেই। রবিবার সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। লু দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।
৬০’র দশকের অন্যতম ব্যান্ড হিসেবে বিবেচিত হয় ভেলভেট আন্ডারগ্রাউন্ড। এর প্রধান গায়ক ছিলেন লু রিড। ১৯৭০ সালে ব্যান্ড ছেড়ে সলো ক্যারিয়ার শুরু করেন তিনি। ৭২-এ মুক্তি পায় তার সেলফ টাইটেলড অ্যালবাম। পরের অ্যালবাম ‘ওয়াক অন দা ওয়াইল্ড সাইড’। লুর মোট সলো অ্যালবামের সংখ্যা ২০। ‘হাডসন রিভার উইন্ড মেডিসিন’ ছিল ৭১ বছর বয়সী এ শিল্পীর শেষ অ্যালবাম। এটি মুক্তি পায় ২০০৭ সালে।
(দিরিপোর্ট২৪/এইচএস/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)