বগুড়া সংবাদদাতা : বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি জুয়েল সরকার (২৮) বোমা তৈরীর সময় বিস্ফোরণে আহত হয়েছেন।

ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া হাসপাতালের পরিচালকসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি এএইচ এম ফয়জুর রহমান বলেন, শুক্রবার সকালে জামিলনগর এলাকায় একটি বাসায় জুয়েল সরকার বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে জামায়াতের মালিকাধীন ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে জুয়েলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাযতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় সঙ্গে জড়িত থাকা ও নাশকতার অভিযোগে ইসলামী হাসপাতালের পরিচালক সেলিম রেজা, চিকিৎসক মিজানুর রহমান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আশরাফ আলী, নার্স তাহেরা, রমিসা, ওয়ার্ড বয় মোকলেস ও সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এসবি/জানুয়ারি ০৩, ২০১৪)