দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন শুক্রবার রাজধানীর কমলাপুরে শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনের রাস্তায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের রাস্তায় শিবিরকর্মীরা একটি মিছিলটি বের করে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ৬/৭টি ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ওই ঘটনার পর সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে তাদের কাউকে আটক করা যায়নি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এপি/এএল/জানুয়ারি ০৩, ২০১৪)