বগুড়া সংবাদদাতা : বগুড়ার আদমদিঘিতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র জিসানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে অপহরণকারীরা। জিসান স্থানীয় আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে উপজেলার শাওইল গ্রামে বজলুর রশিদের ছেলে।

শুক্রবার সকালে মুরইল ঈদগাহ মাঠের পাশ থেকে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে।

আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ১১টায় জিসানের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় ফাঁস দিয়ে এবং শারীরিকভাবে নির্যাতন চালিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে।

তিনি আরও জানান, নিহতের বাবা বজলুর রশিদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মাঠে কাজ করছে। যে কোনো সময় হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।

জিসানের বাবা বজলুর রশিদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, রবিবার রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে অপহরণকারীরা জিসানকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মোবাইল ফোনে ৫০ লাখ টাকার মুক্তিপণ চায়।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/এএল/জানুয়ারি ০৩, ২০১৩)