মৌলভীবাজার সংবাদদাতা : নাশকতার অভিযোগে মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তপোধীর রায় বুরনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে শহরের সেন্ট্রাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, তপোধীর রায় বুরনের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রিসহ একাধিক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/টিএফ/এসবি/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)