কুমিল্লা সাংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসভবনে অবরুদ্ধ রাখার প্রতিবাদে এবং দশম জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার দাবিতে শনি ও রবিবার টানা দুই দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

শুক্রবার সকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ জেলা দলীয় অফিসে এ কর্মসূচির ঘোষণা করেন। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালন করবে সংগঠনটি।

পরে হরতালের সমর্থনে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(দ্য রিপোর্ট/জেপি/এসবি/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)