কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগরে জসিম উদ্দিন (৪৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নে বকুলনগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন বকুলনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম পাটোয়ারী দ্য রিপোর্টকে জানান, ওমান প্রবাসী জসিম উদ্দিন তার বাড়ির পাশের একটি পুকুরে মাটি ভরাট করছিলেন। এতে চাঁদাবাজরা তার কাছে চাঁদা দাবি করে।

তিনি জানান, জসিম উদ্দিন চাঁদা দিতে রাজি না হওয়ায় শুক্রবার সকালে মহসীন ও হেলালের নেতৃত্বে কয়েকজন তাকে ব্যাপক মারধর করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সকাল ৯টায় তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/জেপি/এসবি/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)