নির্বাচন ঘিরে সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি
মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার ৩২৩ কিলোমিটার সীমান্ত জুড়ে বিশেষ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান জানান, নির্বাচন কমিশন থেকে সীমান্ত সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নের আওতাধীন ১৩৮ কিলোমিটার স্থল ও ১৮৫ কিলোমিটার জলসীমার সমগ্র এলাকাজুড়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
তিনি বলেন, কোনো অপরাধী যাতে এপার ওপার করতে না পারে বা কোনো ধরনের বিস্ফোরকদ্রব্য, গোলাবারুদ আনতে না পারে সেজন্য বিজিবিকে এলার্ট রাখা হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।
এ ছাড়া নির্বাচন উপলক্ষে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারীদের আসা-যাওয়াও অনেকটা কমে গেছে। অন্য সময়ের তুলনায় বৈধ যাত্রীদের আসা-যাওয়া আর্ধেকে নেমে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভোমরা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অন্য সময় ২ থেকে ৩ শ’ যাত্রী আসা-যাওয়া করলেও এখন মাত্র ১০০ যাত্রী আসা-যাওয়া করছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে তাদের কাছে একটি অপরাধীদের তালিকা দেওয়া হয়েছে। তারা যাতে ভারতে যেতে না পারে সেজন্য পাসপোর্টধারী যাত্রীদেরও সতর্কতার সঙ্গে পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমআর/এসবি/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)