খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়িতে জেএসএস (এমএএল) সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মৃণাল কান্তি ত্রিপুরার স্ত্রী পরিণীতা চাকমাসহ ৬ নারীকে অপহরণ করা  হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে জেলা সদরের গিরিফুল হেডম্যান পাড়া থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।

জানা গেছে, স্বামীর পক্ষে প্রচারণা চালাতে গেলে কিছু অস্ত্রধারী যুবক পরিণীতা চাকমাসহ ৬ নারী কর্মীকে অপহরণ করে নিয়ে যায়।

মৃণাল কান্তি ত্রিপুরা এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রসিত বিকাশ খীসার কর্মীদের দায়ী করেছে।

ইউপিডিএফ’র মিডিয়া সেকশনের প্রধান নিরণ চাকমা এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেছেন, এমন অভিযোগ মিথ্যা ও কাণ্ডজ্ঞানহীন অপপ্রচার।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ নিয়ে কেউ অভিযোগ করেনি।

(দ্য রিপোর্ট/এইচএম/এসবি/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)