ব্রাহ্মণবাড়ীয়ায় ভোটকেন্দ্রে পেট্রোল বোমা
ব্রহ্মণবাড়ীয়া সংবাদদাতা : জেলা শহরের কান্দিপাড়ায় একটি ভোটকেন্দ্রে দু’টি পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা আড়াইটার দিকে কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ওই স্কুলটির নিচতলা ও দোতলার দু’টি কক্ষে দু’টি পেট্রোলবোমা নিক্ষেপ করে। বিস্ফোরিত বোমার আগুন ও ধোঁয়া দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। স্কুলটি বন্ধ থাকার কারণে কেউ হতাহত কিংবা কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।
(দ্য রিপোর্ট/এসকে/এসবি/জানুয়ারি ০৩, ২০১৪)