দ্য রিপোর্ট ডেস্ক : বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে প্রচণ্ড তুষারঝড়। ইতোমধ্যে ঝড়ের কবলে পড়েছে দেশটির ২২টি রাজ্যের ১০ কোটি মানুষ। খবর সিএনএন ও বিবিসির।

দেশটির নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্য দুটির নাগরিকদের বাড়ি থেকে বের না হতেও পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

দেশটিতে বৃহস্পতিবার ২২০০টিরও বেশি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছিল। শুক্রবার বাতিল করা হয়েছে আরও ১৩০০ ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বের শহর ম্যাসাচুসেটসে শুক্রবার সকালে ৫৩ সেন্টিমিটার (২১ ইঞ্চি) তুষারপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়াও নিউ ইয়র্ক, লং আইল্যান্ড, কানেক্টিকাট ও শিকাগোতে ভয়াবহ তুষারপাত হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিসের কর্মকর্তা জ্যাসন টুয়েল বলেন, ‘আমরা প্রচুর তুষার ও প্রচণ্ড বাতাস দেখতে পাচ্ছি।’ বাতাসের গতিবেগ ও তুষারপাতের পরিমাণ শুক্রবার রাতে আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/জানুয়ারি ০৩, ২০১৪)