চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে ভোট ঠেকাতে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফয়েজকে গ্রেফতার করেছে পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে নির্বাচন বানচাল করতে নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় বাকলিয়া থানার মৌসুমি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/আরকে/জানুয়ারি ০৩, ২০১৪)