চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ি গ্রামে শুক্রবার ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক মোহাম্মদ কালু (৩২) আহত হয়েছেন। তিনি ওই গ্রামের কাজেম উদ্দীনের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেলা তিনটার দিকে কালুর বাড়িতে বিস্ফোরণ হলে আহত হন তিনি। এ সময় তার সহযোগিরা তাকে সেখান থেকে দ্রুত অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। ককটেল বানাতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআরএন/এসবি/আরকে/জানুয়ারি ০৩, ২০১৪)