দ্য রিপোর্ট ডেস্ক : কম্বোডিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। খবর আল জাজিরার।

দেশটির রাজধানী নমপেনের দক্ষিণে শুক্রবার পূর্বঘোষিত ধর্মঘটের সমর্থনে রাস্তা অবরোধ করে শতাধিক পোশাক শ্রমিক। এ সময় তারা টায়ারে আগুন ধরিয়ে দেয় ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ একে-৪৭ দিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন মারা যায় ও কয়েকজন আহত হয়।

নমপেনের উপ-পুলিশ কমিশনার চৌন নারিন সংবাদ সংস্থা এএফপিকে জানান, রাজধানীতে তিনজন মারা গেছে ও কিছু লোক আহত হয়েছে।

কম্বোডিয়ার প্রধান অর্থনৈতিক খাত পোশাক শিল্পে দেশটির প্রায় ৫ লাখ শ্রমিক কর্মরত। এ খাত থেকে দেশটি বছরে প্রায় ৫ বিলিয়ন ইউএস ডলার আয় করে। বর্তমান সরকার পোশাক শ্রমিকদের মাসিক ১০০ ডলার মজুরি দিলেও বিরোধী পক্ষ এ মজুরি ১৬০-এ উন্নীত করার দাবি জানিয়ে আসছে।

প্রসঙ্গত, দেশটির প্রধান বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি মজুরি বাড়ানো ও সাধারণ নির্বাচন ঘোষণার দাবিতে নিয়মিত বিক্ষোভ প্রদর্শন করে আসছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/এনআই/জানুয়ারি ০৩, ২০১৪)