দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে শেষ বিকেলে এক উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দিন শেষে এক উইকেটে ইংলিশদের সংগ্রহ ৮।

প্রথম ইনিংসে খেলতে নেমে সাজঘরে ফিরেছেন মাইকেল কারবারি। রানের খাতা খোলার আগেই তাকে আউট করেছেন মিচেল জনসন। ৭ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক অ্যালিস্টার কুক। অপর প্রান্তে ১ রানে অপরাজিত রয়েছেন জেমস অ্যান্ডারসন।

এর আগে প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ১১৫, ব্রাড হাডিন ৭৫ ও শেন ওয়াটসন ৪৩ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৮/১ (কুক ৭*, অ্যান্ডারসন ১)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩২৬ (স্মিথ ১১৫, হাডিন ৭৫; স্কোটেস ৬/৯৯)

(দ্য রিপোর্ট/সিজি/এনআই/জানুয়ারি ৩, ২০১৪)