দ্য রিপোর্ট সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জে জামায়াত-শিবিরকর্মীরা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ ছাড়া তারা আরও পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।

গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের পাশে এমসি একাডেমির সামনে শুক্রবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী দ্যরিপোর্টকেবলেন, ‘নির্বাচন বানচালকারী জামায়াত-শিবিরকর্মীরা একটি সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়িয়ে দিয়েছে ও ৫টি ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

(দ্য রিপোর্ট/এমজে/আরএ/এনডিএস/জানুয়ারি ০৩, ২০১৪)