সিরাজগঞ্জ সংবাদদাতা : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের ৩ আরোহী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী ৬ নম্বর ব্রিজের কাছে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন ট্রাকের ৩ আরোহী।

পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/আরকে/আরএ/এনডিএস/জানুয়ারি ৩, ২০১৪)