‘নির্মম হলেও সত্যই সুন্দর’ স্লোগান নয় মন্ত্র
রোদমাখা শীতের সকাল। একঝাঁক তরুণ-তরুণীর কোলাহলে মুখর জাতীয় প্রেস ক্লাব। বর্ণিল সাজ, হাতে লাল গোলাপ। এক উত্তরাধুনিক সাংবাদিকতার প্রত্যয়দীপ্ত সৈনিক এরা। নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরুর শুভক্ষণ ছিল এটি।
আগত মেহমানদের লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বরণ করল তারা। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঘণ্টাব্যাপী বয়ে গেল আনন্দ উচ্ছাসের জোয়ার। পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা। তুমুল করতালিতে মুখর জাতীয় প্রেস ক্লাব। শুক্রবার সকালে এভাবেই যাত্রা শুরু হয় দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের।
এই অনুষ্ঠানের মধ্যদিয়ে জন্ম নিয়েছে একরাশ প্রত্যাশা। আমাদের ওপর বর্তেছে তা পূরণের দায়িত্ব।
সাদাকে সাদা আর কালোকে কালো বলার প্রত্যয়ে বলীয়ান এই নিউজ পোর্টালের সামনে যে কঠিন চ্যালেঞ্জ তা মোকাবেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
নির্মম হলেও সত্যই সুন্দর শুধু স্লোগান হিসেবে নয় মন্ত্র হিসেবে ধারণ করে আমরা এগিয়ে যাব। আর এভাবেই আমরা পৌছে যাব কাঙ্খিত উচ্চতায়।