চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে আটক ৪৯
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পৃথক অভিযানে ৪৯ জনকে আটক করেছে যৌথবাহিনী। নগরীর ডিসি হিলে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাশকতার পরিকল্পনাকালে শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদিকে সীতাকুণ্ড থেকে আটক করা হয় ১৩ জনকে।
এর আগে বিকেলে আটক করা হয়েছে সাতকানিয়া জামাতের আমিরকে।
কোতোয়ালি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিসি হিল থেকে ৩৫ জনকে আটক করা হয়।আটকদের নাম পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান ‘সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ফটিকছড়ি ও ভুজপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়।’
আটকরা হলেন- আইয়ুব (২৮), হাকিম (৩২), আহমদ রশিদ (৪০), মো. হোসেন (২৭), মো. ইকরাম উদ্দিন (২৬), শহিদুল আলম (৩৫), মো. হেলাল উদ্দিন (৩০), আলাউদ্দিন (২৪), শফিউল আলম (৪০), মো. জাহেম মোর্শেদ (৩০), মো. জামাল (৩৫), মো. হোসেন (২৮) ।
এদের উপজেলার হাইদচকিয়া, ভুজপুরের দাঁতমারা, ধুরুং এবং পাইন্দং এলাকা থেকে আটক করা হয়। এ ছাড়া উপজেলার ভুজুপর আমতলী এলাকা পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি উদ্ধার করে পুলিশ।
এর আগে বিকেল ৪টায় বাকলিয়া মৌসুমী এলাকা থেকে গোপন বৈঠককালে সাতকনিয়া জামায়াতের আমির আবুল ফয়েজকে গ্রেফতার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/কেএইচ/আরএ/জানুয়ারি ৩, ২০১৪)