ক্রিকেটকে বিদায় জানালেন জাভেদ ওমর বেলিম
দ্য রিপোর্ট প্রতিবেদক : খেলোয়াড়ী জীবনের ইতি টানলেন সাবেক জাতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। শুক্রবার সাহারা বিসিবি একাডেমি মাঠে লিজেন্ডস অব বাংলাদেশ ও টিম বিএসজেএর মধ্যকার এক প্রীতি ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক এ ওপেনার।
জাভেদ ওমরের নেতৃত্বে লিজেন্ডস অব বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেছিলেন মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, সানোয়ার হোসেন, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, হাসিবুল হোসেন শান্ত, নিয়ামুল রশিদ রাহুল, মিজানুর রহমান বাবুল, হাসানুজ্জামান ঝড়ু, মোরশেদ আলী খান সুমন ও মাশরাফি বিন মোর্তজা।
এ ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, বিসিবি পরিচালক জালাল ইউনূস, জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, সাবেক জাতীয় দলের পেসার মঞ্জুরুল ইসলাম। বিএসজেএর পক্ষ থেকে জাভেদ ওমর বেলিমকে ক্রেস্ট প্রদান করেছেন সভাপতি এটিএম সাইদুজ্জামান ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুর রহমান শামীম।
প্রীতি ম্যাচে লিজেন্ডস অব বাংলাদেশ ৯৩ রানে হারিয়েছে টিম বিএসজেএকে। লিজেন্ডস অব বাংলাদেশ প্রথমে ব্যাট হাতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে। জবাবে টিম বিএসজেএ ৬ উইকেট হারিয়ে করেছে ১৮৮ রান।
(দ্য রিপোর্ট/ওআইসি/এনডিএস/জানুয়ারি ০৪, ২০১৩)