খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি ত্রিপুরার স্ত্রী পরিণিতা চাকমাসহ অপহৃত ৬ নারী অবশেষে প্রায় চার ঘন্টার পর মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে জেলা সদরের গিরিফুলের হেডম্যান পাড়া থেকে তারা অপহৃত হন। মৃণাল কান্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) লারমা গ্রুপ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী।

জেএসএস লারমা গ্রুপের কেন্দ্রীয় নেতা সুধাকর ত্রিপুরা মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে কি শর্তে ছেড়ে দেওয়া হয়েছে তিনি তা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে মৃনাল কান্তি ত্রিপুরার স্ত্রী পরিণিতা চাকমা (৪২) খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া গিরিফুল এলাকার হেডম্যান পাড়ায় তার ছোট বোন অনুভা চাকমার পাড়ার বাড়ীতে বেড়াতে যান। ফেরার পথে বিকেল পৌনে ৩টার দিকে তাদের অপহরণ করা হয়।

জেএসএস নেতা সুধাকর ত্রিপুরা জানান, সর্বশেষ ২ টা ২২ মিনিটে অপহৃত পরিণিতার সাথে তাদের কথা হয়। মোবাইল ফোনে তিনি স্বামীর পক্ষের প্রচারণা চালাতে গেলে কিছু অস্ত্রধারী যুবক তাকেসহ ৬ নারী কর্মীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে জানান। এরপর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে অন্য অপহৃতদের নাম জানা যায়নি।

মৃণাল কান্তি ত্রিপুরা এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রসিত বিকাশ খীসার কর্মীদের দায়ী করলেও ইউপিডিএফ’র মিডিয়া সেকশনের প্রধান নিরণ চাকমা এ ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেছেন, এমন অভিযোগ মিথ্যা ও কান্ড জ্ঞানহীন অপপ্রচার।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অপহরণের বিষয়টি লোক মুখে শুনেছি তবে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেননি।

(দ্য রিপোর্ট/এইচএমপি/এইচকে/জানুয়ারি ৪, ২০১৪)