গাইবান্ধায় ১৮ দলের নেতাকর্মীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নয়াবাজারে পুলিশের উপর ১৮ দলের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় ৬পুলিশ সদস্য আহত হয়েছেন।
হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, এসআই বেলাল হোসেন, কনষ্টেবল সাইদুর রহমান, মিজানুর রহমান ও গোবিন্দ কুমার আহত হন।
আহত পুলিশ সদস্যদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় পুলিশের দুইটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার বিকেলে পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল নয়াবাজার এলাকায় ভোট কেন্দ্র পরিদর্শনে যান। সেখান ১৮ দলের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওসিসহ আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
পলাশবাড়ী থানার এসআই কামরুজ্জামান জানিয়েছেন, আহতদের মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার অবস্থা গুরুতর। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
(দ্য রিপোর্ট/উস/আরএ/জানুয়ারি ৪, ২০১৪)