বাঘাবাড়ী নৌবন্দর অভিমুখে সারভর্তি ২৯টি জাহাজ আটকা
সিরাজগঞ্জ সংবাদদাতা : যুমনা ও বড়াল নদীর অস্বাভাবিক নাব্যতা হ্রাস পাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী অভিমুখে ২৯টি সারভর্তি জাহাজ পাটুরিয়া চ্যানেলে আটকা পড়েছে।
একটি দায়িত্বশীল সূত্রে প্রকাশ, ওই নৌবন্দর চ্যানেলে বিভিন্ন স্থানে নাব্যতা হ্রাস পাওয়ায় নৌবন্দর অভিমুখে পাটুরিয়া নামক স্থানে দুই দিন ধরে সারভর্তি ২৯টি জাহাজ আটকা পড়ে আছে। এ কারণে জাহাজগুলো নৌবন্দরে ভেড়ানো সম্ভব হচ্ছে না। বন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় জাহাজগুলো থেকে ওই সার নৌবন্দরে পৌঁছানোর চেষ্টা করছে।
এদিকে ১৮ দলের লাগাতার অবরোধের কারণে ওই বন্দর থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সার ও জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে আসন্ন ইরি-বোরো চাষাবাদে সার সঙ্কটের আশঙ্কা রয়েছে বলে পোর্ট অফিসার আব্দুর রাজ্জাক এ প্রতিবেদককে জানান।
(দ্য রিপোর্ট/আরএ/আরএ/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)