রামপুরায় পুলিশের গুলিতে যুবক আহত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রামপুরায় হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদল মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে এক যুবক আহত হয়। রামপুরা থানা গুলি ছোড়ার কথা অস্বীকার করলেও রাবার বুলেট নিক্ষেপের বিষয়টি স্বীকার করেছে।
রামপুরার কাঁচাবাজার এলাকায় চলমান হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৮দিকে পশ্চিম রামপুরার কাঁচাবাজার সংলগ্ন একটি গলি থেকে ছাত্রদল ও যুবদলের ব্যানারে হরতাল সর্মথনকারীরা একটি মিছিল বের করে। পুলিশ বাধা দিলে এই সময় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হরতাল সমর্থনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পাল্টা জবাবে পুলিশও গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়। এই সময়ে হরতাল সমর্থনকারী দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
এই প্রসঙ্গে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অস্বীকার করে জানান, হরতাল সমর্থকরা পুলিশকে আক্রমণ করলে বাধ্য হয়ে পুলিশ তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।
এ প্রসঙ্গে স্থানীয় চা বিক্রেতা হারুন দিরিপোর্টকে জানান, দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ গুলি ছুড়লে হরতাল সমর্থক এক যুবক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকেন। অন্য মিছিলকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
(দিরিপোর্ট২৪/শুভ/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)