বরিশালে মাঠে নামতে পারেনি হরতালকারীরা
বরিশাল সংবাদদাতা : বরিশালে র্যাব, পুলিশের কঠোর অবস্থান ও সেনা টহল থাকায় ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন শনিবার মাঠে নামতে পারেনি হরতাল সমর্থকরা। নগরীতে কেবল একটি স্থানে মিছিল করেছে ছাত্রদল। হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া সবকিছু স্বাভাবিক আছে। অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল করছে। বেলা বাড়ার পর দোকানপাট খুলেছে।
নগরীর কাউনিয়াতে সকাল ৭টায় মিছিল করেছে ছাত্রদল। এ ছাড়া বেলা বাড়ার পর কোথাও হরতাল সমর্থকদের দেখা যায়নি। নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। তবে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে পটুয়াখালী, ঝালকাঠী, কুয়াকাটা ও লেবুখালীর উদ্দেশে বাস ছেড়ে গেছে বলে জানান লাইন সম্পাদক মো. সেলিম হাওলাদার। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে। নগরীতে যান চলাচল স্বাভাবিক আছে।
জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান দ্য রিপোর্টকে জানান, শুক্রবার রাতে তারা সভা করেন হরতাল সফল করার জন্য। সভা থেকে বের হওয়ার পরই পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। উত্তর জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, পুলিশ রাতে নগর বিএনপির সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের বাসায়ও অভিযান চালায়। যার ফলে কর্মীরা হরতাল সফল করতে মাঠে নামতে পারেননি।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, নাশকতা রুখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার ৪৫০ পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাবের টহল দল রয়েছে।
(দ্য রিপোর্ট/বিএস/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)