বাংলাদেশির মৃতদেহ ফেরত দিল বিএসএফ
লালমনিরহাট সংবাদদাতা : ভারতীয়দের গণপিটুনিতে নিহত বাংলাদেশি আব্দুল হকের (৪৫) মৃতদেহ বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।
লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলামের কাছে শুক্রবার রাতে মৃতদেহ হস্তান্তর করা হয়।
নিহত আব্দুল হক পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী এলাকার কফর উদ্দিনের ছেলে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার মাথাভাঙ্গা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ হস্তান্তর করা হয়।
বিএসএফের বরাত দিয়ে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের কুচলিবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের ভূঁইয়া বলেন, ভারতের অভ্যন্তরে গরু চুরির অভিযোগে নলঙ্গীবাড়ী এলাকার ভারতীয়রা গণপিটুনি দিলে আব্দুল হক গুরুতর আহত হন। পরে মাথাভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে।
রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, কোম্পানি কামান্ডার পর্যায়ে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানোর পর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে পাটগ্রাম থানা পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে।
এ সময় রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ও ফালাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/টিআই/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)