মিসরে সহিংস সংঘর্ষে ১১ জন নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : মিসরে পুলিশের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভকারীদের শুক্রবারের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়ছেন। তবে মুসলিম ব্রাদারহুড দাবি করেছে নিহতের সংখ্যা ১৭ জন। রাজধানী কায়রোসহ শহরগুলোতে ঘটা এ সব সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আটক হয়েছে ১২২ জন। মিসরের স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।
কায়রো, আলেকজান্দ্রিয়া, ফেওয়াম ও ইসমাইলিয়া শহরে ঘটা সংঘর্ষে ব্রাদারহুডের ওই ১১ বিক্ষোভকারী নিহত হন।
মিসরের কর্তৃপক্ষ সম্প্রতি আন্দোলনের ওপর দমনপীড়ন তীব্র করেছে। শুক্রবারের সহিংসতায় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ে।
মিসরীয় কর্তৃপক্ষ বলছে ১২২ জনকে আটক করা হয়েছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহত ৫২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত বছরের জুনে মিসরের প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্রাদারহুডের সমর্থকরা বিক্ষোভ করে আসছে।
(দ্য রিপোর্ট/ এমডি/ শাহ/জানুয়ারি ৪, ২০১৪)