নাটোর সংবাদদাতা : নাটোরে যৌথঅভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ইউনিয়ন জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতব্যাপী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে জেলার বড়াইগ্রাম, লালপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ইউনিয়ন জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মহাসড়কে ট্রাক ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)