বগুড়া সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশের ব্র্যাক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ওই ঘরটির সামান্য পুড়ে গেছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান দ্য রিপোর্টকে জানান, শাজাহানপুর উপজেলায় শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলার মাদলা এলাকার একটি ভোটকেন্দ্রের পাশে ব্র্যাক স্কুলে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)