নাটোরে ট্রেনে আগুন
নাটোর সংবাদদাতা : নাটোরে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেকে আগুন দিয়েছে পিকেটাররা। পরে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ করে ট্রেনের এসি কক্ষের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। এতে কয়েক যাত্রী আহত হন। শনিবার সকালে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে অবরোধকারীরা সরকারি খাদ্যগুদামে ককটেল বিস্ফোরণ ঘটায়।
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ও প্রত্যক্ষদর্শীরা দ্য রিপোর্টকে জানান, শনিবার সকালে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে আসামাত্র যাত্রীদের সঙ্গে মিশে থাকা পিকেটাররা ট্রেনের গার্ড ব্রেকে আগুন দেয়। এ ছাড়া তারা ইটপাটকেল নিক্ষেপ করে ট্রেনের এসি কক্ষের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। তবে আগুন নিভিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)