যশোরে গাড়ি ভাঙচুর, র্যাবের গুলি
যশোর সংবাদদাতা : চলমান অবরোধ কর্মসূচির সঙ্গে যশোরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় র্যাব অবরোধকারীদের হটাতে লাঠিচার্জ করে। অবরোধকারীরা মারমুখী হলে র্যাব ৬ রাউন্ড গুলি ছুড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
র্যাবের মেজর রাজীব সাংবাদিকদের জানান, অবরোধকারীরা তাদের একটি গাড়ি ভাঙচুর ও দুটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে তাদের দুই সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার যশোর-বেনাপোল সড়কের চাঁচড়াসহ বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ১৮ দলের নেতাকর্মীরা। সকালে চাঁচড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে ১৮ দলের কয়েক হাজার নেতাকর্মী মিছিল করেন। পরে তারা যশোর-বেনাপোল সড়কের ওপর বসে সরকারবিরোধী স্লোগান দেন।
এ ছাড়া শুক্রবার গভীর রাতে যশোর-৪ আসনে কয়েরখালী প্রাথমিক বিদ্যালয়, আযমপুর দাখিল মাদ্রাসা ও মনিরামপুরের বিজয়নগরের একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বাঘারপাড়া জিজি বিশ্বাস ও মনিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন এ সব বিষয় নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)